নবাবগঞ্জের নিখোঁজ বিএনপি নেতাকে উদ্ধার, ছিলেন আত্মগোপনে

ঢাকার নবাবগঞ্জে প্রায় আড়াই মাস ধরে নিখোঁজ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নুকে খুলনা থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, অভিমানে আত্মগোপনে ছিলেন বিএনপির এই নেতা।

বৃহস্পতিবার (২০ মার্চ ) ভোরে খুলনায় অভিযান পরিচালনা নিখোঁজ পান্নুকে উদ্ধার করে পুলিশ। দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার ভোরে খুলনায় অভিযান পরিচালনা করে নিখোঁজ পান্নুকে উদ্ধার করে নবাবগঞ্জ থানা-পুলিশ।

প্রাথমিকভাবে জানা গেছে, ব্যক্তিগত কারণে অভিমান করে আত্মগোপনে ছিলেন আজাদুল হাই পান্নু। উদ্ধারের পর তাকে তার পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের জিম্মায় দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ ও ভালো আছেন।

এর আগে ৮ জানুয়ারি রাজশাহী যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন বিএনপির এ নেতা। ১০ জানুয়ারি তার ছেলে বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি জিডি করেন। ১৫ মার্চ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। বুধবার পান্নুর সন্ধানের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.