নবম গ্রেডের দাবিতে অনড় শিক্ষকরা, সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা
১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীত করার দাবিতে আগামী ১ ডিসেম্বর থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
রোববার (৩০ নভেম্বর) সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সামনে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ করেন সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির শিক্ষকরা।
সেখানেই এই ঘোষণা দেন তারা। বলেন, অনেক নিচের গ্রেডের পদও নবম গ্রেডে আপগ্রেড হয়েছে। শুধু এই দশম গ্রেডের সহকারী শিক্ষক পদটির ন্যায্যতা থাকা সত্ত্বেও কোনো নড়াচড়া নেই বলে অভিযোগ তাদের।
তাদের দাবি, দীর্ঘদিন ধরে বৈষম্যের স্বীকার হচ্ছেন তারা। দাবি আদায় করেই এবার শিক্ষাপ্রতিষ্ঠানের ফেরার ঘোষণা আন্দোলনরত শিক্ষকদের। যদিও এর আগে বেশ কয়েকবার আন্দোলন করেন তারা।

Comments are closed.