নতুন বলে মারুফার সুইং সামলাতে পারছেনা ইংল্যান্ড

পাকিস্তানের বিপক্ষে মারুফা আক্তারের সুইং প্রশংসা কুড়িয়েছে বিশ্বব্যাপী। পেস কিংবদন্তি লাসিথ মালিঙ্গা পর্যন্ত পোস্ট করেছিলেন বাংলাদেশি পেসারকে নিয়ে। এবার নারী দলের এই তরুণীকে সামলানোর ছক কষছে ইংল্যান্ড। নারী বিশ্বকাপে ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচের আগে এমনই জানালেন ইংল্যান্ডের অলরাউন্ডার চার্লি ডিন।
বাংলাদেশকে এতদিন ধরা হতো স্পিন নির্ভর দল। তবে বিশ্ব ক্রিকেটে মারুফার উত্থান অবাক করেছে সবাইকে। পেসে অভ্যস্ত ইংল্যান্ডও তাই ভাবছে, কীভাবে মঙ্গলবার (৭ অক্টোবর) সামলাবে মারুফার সুইং, বিশেষ করে নতুন বলে।
গোয়াহাটিতে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বিডিক্রিকটাইম এর এডিটর ইন চীফ মো. জাবেদ আলীর প্রশ্নের জবাবে বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসান ইংল্যান্ডের হয়ে সংবাদ সম্মেলনে আসা অলরাউন্ডার চার্লি ডিন।
তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে বাংলাদেশ তাদের বিশ্বকাপ মিশন শুরু করেছে। তাদের বোলিং অ্যাটাক ফ্যান্টাস্টিক। এই কন্ডিশনে তারা খুবই ভালো দল। শুরুতেই তাই মারুফার সুইংকে সামলানোর চেষ্টা করতে হবে। এরপর স্পিন দেখেশুনে খেলে লম্বা সময় ব্যাট করা। এভাবেই আমরা আগোনোর চেষ্টা করব। যদি ৫০ ওভার ব্যাট করতে পারি এবং ভালো একটা রান বোর্ডে জড়ো করতে পারি, যদি আগে ব্যাট করি আরকি। আর আগে বল করলে চাইব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের মতো কিছু হোক।’
বলা বাহুল্য, ইংল্যান্ডের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা গুটিয়ে যায় ৬৯ রানে। তবে ক্রিকেটে এমন প্রতিদিন যেমন ঘটবে না, তেমনি উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশকে প্রোটিয়াদের মতো এত সহজে নাস্তানাবুদ করার আশা করাও বোকামি- জানেন ইংলিশ তারকা।
চার্লি বলেন, ‘ক্রিকেট সবসময় একরকম হবে না। তাই আমার মনে হয়, বাংলাদেশের বিপক্ষে যদি আমরা ভালো করতে চাই তাহলে ক্লিনিকাল এবং ডিসিপ্লিনড হতে হবে, স্কিল কাজে লাগিয়ে লম্বা সময় ধরে ভালো খেলতে হবে।’
You might also like

Comments are closed.