নতুন বছরের শুরুতেই সব গাড়ির দাম বাড়াচ্ছে টাটা

এখনই কিনলে কতটা সস্তা হবে?

মূল্যবৃদ্ধির খাঁড়া গাড়িতেও।  নতুন বছরের শুরু থেকেই  অর্থ্যাৎ জানুয়ারিতে এসইউভিসহ সব গাড়ির দাম বাড়াচ্ছে ভারতীয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা টাটা। সব গাড়ির ক্ষেত্রেই ৩ শতাংশ পর্যন্ত দাম বাড়বে বলে ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ২০২৫ সালের জানুয়ারি থেকে যাবতীয় যাত্রিবাহী গাড়ির দাম ৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে। এর সঙ্গেই বৈদ্যুতিক গাড়ির দামও ৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে। খবর দ্য হিন্দুর।

ভারতের গাড়ি বাজারে বড় নাম টাটা মোটর্স। গাড়ি বাজারের একটা বড় অংশ এই ভারতীয় গাড়ি প্রস্তুতকারক সংস্থার দখলে। বৈদ্যুতিক গাড়ির বাজারেও একেবারে প্রথম সারিতে রয়েছে টাটা ইভি।

মূলত গাড়ি তৈরির খরচ বৃদ্ধির কারণেই দাম বাড়াচ্ছে সংস্থা। গাড়ির তৈরির যাবতীয় কাঁচামালের দাম বেড়েছে। মুদ্রাস্ফীতির কারণে আরও নানা খরচ বেড়েছে। সবকিছুর প্রভাব পড়ছে গাড়ির দামে। সংস্থার তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে লেখা রয়েছে, ‘২০২৫ সালের জানুয়ারি থেকে মডেল এবং ভ্যারিয়েন্টের উপর নির্ভর করে দাম বাড়বে। গাড়ি তৈরির খরচ বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে এই দাম বাড়ানো হচ্ছে।’

গাড়ির বাজারে টাটার প্রতিযোগী সংস্থা মারুতি, হুন্ডাই, মাহিন্দ্রা, কিয়া-সহ প্রায় সব সংস্থাই গাড়ির দাম বাড়াতে চলেছে।

টাটা মোটর্সের যাত্রিবাহী গাড়ির মধ্যে রয়েছে টিয়াগো, টিগর, অলট্রোজ়, পাঞ্চ, নেক্সন, কার্ভ, হ্যারিয়ার, সাফারি। সংস্থার বৈদ্যুতিক গাড়ির তালিকায় রয়েছে Tiago.ev, Punch.ev, Tigor.ev, Nexon.ev and Curvv.ev প্রভৃতি। প্রায় প্রতিবছরেই কমবেশি গাড়ির দাম বাড়তে থাকে। গত কয়েকবছর ধরেই ক্রমশ ঊর্ধ্বগামী হয়েছে গাড়ির দাম। সব গাড়ি প্রস্তুতাকারী সংস্থাই দাম বাড়িয়েছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.