নতুন নেকেড স্পোর্টস বাইক আনছে কাওয়াসাকি

জাপানের বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা কাওয়াসাকি আগামী বছর তাদের নেকেড স্পোর্টস বাইক সেগমেন্টে নতুন সংযোজন আনতে যাচ্ছে। ২০২৫ মডেল ইয়ার হিসেবে উন্মোচন হতে যাচ্ছে কাওয়াসাকি জেড৯০০। ইতিমধ্যে বাইকটির ডিজাইন পেটেন্ট করায় সংকেত মিলেছে, উৎপাদন ও বাজারজাতকরণের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে। নতুন এই বাইকে যোগ হয়েছে আপগ্রেডেড ইঞ্জিন, আধুনিক প্রযুক্তি এবং চমকপ্রদ ডিজাইন।
জেড৯০০-এ থাকছে ৯৪৮ সিসি ক্ষমতাসম্পন্ন ইনলাইন-ফোর সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন। যদিও ইঞ্জিনের বেসিক আর্কিটেকচার আগের মতোই, তবে নতুন ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট (ইসিইউ) যোগ করে পাওয়ার ডেলিভারি আরও স্মুথ ও লিনিয়ার করা হয়েছে। ইঞ্জিনটির টিউনিংয়ে পরিবর্তন এনে জ্বালানি দক্ষতা ১৬% বাড়ানো হয়েছে, পাশাপাশি কার্বন নিঃসরণও কমানো হয়েছে। শহুরে রাস্তায় আরও দক্ষতার জন্য লো-আরপিএম টর্ক অপ্টিমাইজ করা হয়েছে।
এই ইঞ্জিন ৯,৫০০ আরপিএমে সর্বোচ্চ ১২২ বিএইচপি পাওয়ার এবং ৯৯ এনএম টর্ক উৎপাদন করে, যা ৬-স্পিড গিয়ারবক্সের মাধ্যমে রিয়ার হুইলে ট্রান্সমিট হয়। নতুন সংযোজন কাওয়াসাকি কুইক শিফ্টার এবং স্লিপ-অ্যাসিস্ট ক্লাচ গিয়ার শিফ্টিংকে করেছে মসৃণ ও দ্রুত।
– ক্রুজ কন্ট্রোল: প্রথমবারের মতো স্ট্যান্ডার্ড ক্রুজ কন্ট্রোল সুবিধা যুক্ত হয়েছে, যা দীর্ঘ ভ্রমণে আরামদায়ক।
– রাইডিং মোড: স্পোর্ট, রেইন, রোড এবং কাস্টমাইজেবল ‘রাইডার’ মোডের অপশন।
– ট্র্যাকশন কন্ট্রোল: বিভিন্ন রোড কন্ডিশনে টায়ার গ্রিপ নিয়ন্ত্রণে সহায়তা করে।
– ৫-ইঞ্চি টিএফটি ডিস্প্লে: টার্ন-বাই-টার্ন নেভিগেশনসহ স্মার্টফোনের সঙ্গে সিন্ক করার সুবিধা (কাওয়াসাকি রাইডোলজি অ্যাপের মাধ্যমে)।
ডিজাইনে অ্যাগ্রেসিভ টাচ
নতুন জেড৯০০-এর ডিজাইনে যুক্ত হয়েছে তীক্ষ্ণ লাইন ও অ্যাথলেটিক স্ট্যান্স। হেডলাইট ও টেইললাইট রিডিজাইন করা হয়েছে, যা বাইকটিকে দিয়েছে আরও আক্রমণাত্মক চেহারা। অ্যালুমিনিয়াম ফুয়েল ট্যাঙ্কের শ্রাউডে নতুন টেক্সচার যুক্ত করা হয়েছে। রাইডারের সুবিধার জন্য দুটি সিট হাইট অপশন দেওয়া হয়েছে—৮১০ মিমি এবং ৮৩০ মিমি।
কালার অপশন
বাইকটি মোট পাঁচটি কালার স্কিমে পাওয়া যাবে:
১. মেটালিক স্পার্ক ব্ল্যাক
২. মেটালিক কার্বন গ্রে
৩. ইবনি গ্যালাক্সি সিলভার
৪. মেটালিক স্পার্ক ব্ল্যাক
৫. ফ্যান্টম ব্লু
বাজারে কখন?
কাওয়াসাকি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের প্রথমার্ধে বিশ্বব্যাপী বাইকটি লঞ্চের পরিকল্পনা রয়েছে। দাম নির্ধারণসহ আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আগামী মাসেই। দক্ষিণ এশিয়ার বাজারে জেড৯০০ প্রবল প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে ইয়ামাহা এমটি-০৯ এবং ট্রায়াম্ফ স্ট্রিট ট্রিপলের মতো মডেলগুলোর সঙ্গে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.