ন’টা-পাঁচটার চাকরির মতোই আমাদের জীবন : সৌরসেনী মৈত্র
বাইরে থেকে ঝলমলে মনে হলেও অভিনেতা-অভিনেত্রীদের জীবন আসলে অনেক কষ্টসাধ্য এমনটাই বললেন টলিউডের জনপ্রিয় মুখ সৌরসেনী মৈত্র। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের জীবনটাও ন’টা-পাঁচটার চাকরির মতো। তবে সময়ের কোনও ঠিক থাকে না। তাই বাইরে থেকে যতটা ঝাঁ-চকচকে মনে হয়, ঠিক ততটা ‘গ্ল্যামার্ক্স’ জীবন আমাদের নয়।”
সৌরসেনীর মতে, পর্দায় আলো, সাজসজ্জা আর খ্যাতির আড়ালে রয়েছে কঠোর পরিশ্রম, অনিশ্চয়তা ও মানসিক চাপ। তিনি বলেন, “শুটিংয়ের সময় কখন যে দিন রাত হয়ে যায় টের পাই না।
আরও পড়ুন
অনেক সময় নিজের জন্যও সময় থাকে না।”
এই মন্তব্যে অনেক ভক্তই নতুনভাবে ভাবছেন গ্ল্যামার দুনিয়ার ভেতরের বাস্তবতা নিয়ে। টলিউডে একের পর এক সফল কাজ করলেও সৌরসেনী জানিয়ে দেন, তিনি এখনো সাধারণ জীবনযাপনকেই বেশি মূল্য দেন।

Comments are closed.