‘ধূমকেতু’র সাফল্যের মাঝেই মুম্বাইয়ে বৃষ্টির রঙে রঙিন শুভশ্রী

লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই। জলমগ্ন হয়ে পড়েছে শহরের বহু এলাকা, বন্ধ হয়ে গেছে স্কুল-কলেজ। প্রশাসন লাল সতর্কতা জারি করে মানুষকে অকারণে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে। এমন পরিস্থিতির মাঝেই কর্মসূত্রে মায়ানগরীতে পৌঁছেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
শুটিংয়ের কাজে একা পাড়ি দিয়েছেন তিনি, সঙ্গে নেই স্বামী রাজ চক্রবর্তী কিংবা দুই সন্তান ইউভান ও ইয়ালিনী। তবে টানা বৃষ্টিতে শুটিংয়ের অনেক পরিকল্পনাই ভেস্তে গেলেও মন খারাপ করেননি নায়িকা। বরং একাকী সময়টাকেই রঙিন করে তুলেছেন নিজস্ব ভঙ্গিতে। কখনও জানলার পাশে বসে শহরের বৃষ্টিভেজা দৃশ্য উপভোগ করছেন, কখনও আবার কফির কাপে চুমুক দিচ্ছেন একা বসেই। এমনকি রাস্তার পাশে বরফের গোলাও চেখে দেখলেন। এক ছবিতে দেখা গেছে, তোয়ালে জড়িয়ে পোশাকশিল্পীর সঙ্গে খুনসুটি করছেন তিনি। সব মিলিয়ে মুম্বাইয়ের বৃষ্টিমুখর দিনগুলোকে বেশ আনন্দের সঙ্গেই কাটাচ্ছেন শুভশ্রী।
অভিনেত্রীর এই সফরের মূল উদ্দেশ্য একটি বিজ্ঞাপনী ভিডিওর শুট। তবে অফুরন্ত বৃষ্টির দাপটে কাজ কিছুটা ব্যাহত হলেও নিজের মতো করে সময় উপভোগ করতে ভোলেননি তিনি।
এদিকে টলিপাড়ায় শুভশ্রীর সঙ্গে দেবের সাম্প্রতিক ছবি ধূমকেতু বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির প্রথম চার দিনেই ছবিটি আয় করেছে ১০ কোটির বেশি। প্রযোজনা সংস্থার হিসাব বলছে, প্রথম দিনে ২ কোটি ১৮ লাখ, দ্বিতীয় দিনে ৩ কোটি ৮ লাখ, তৃতীয় দিনে ১ কোটি ৮৮ লাখ এবং চতুর্থ দিনে ৩ কোটি ২ লাখ টাকা ব্যবসা করেছে ‘ধূমকেতু’। ওপেনিং উইকেন্ডেই বাংলা ছবিটি বলিউডের ‘ওয়ার ২’ কিংবা দক্ষিণী ছবি ‘কুলি’র সঙ্গে টক্কর দিয়ে শক্ত অবস্থান নিয়েছে।
যদিও বক্স অফিসের অঙ্ক কতটা বাস্তবসম্মত, তা নিয়ে বিতর্ক আছে, তবে দেশু জুটির রসায়নে দর্শক যে মুগ্ধ, তার প্রমাণ মিলছে প্রেক্ষাগৃহে ভিড় আর দর্শকের উচ্ছ্বাসে।
You might also like

Comments are closed.