‘ধুরন্ধর’-এ অক্ষয়ের এন্ট্রি ভাইরাল, আলোচনায় অভিনেতা
ভাইরাল ভিডিওটি ১৯৮৯ সালের। লাহোরে এক চ্যারিটি ইভেন্টে যোগ দিয়েছিলেন রেখা ও বিনোদ খান্না।
প্রশ্ন উঠছে, কোনোভাবে বাবার এই নাচের কায়দাই কি অনুসরণ করতে চেয়েছিলেন অক্ষয়?
ছবিতে অক্ষয়ের সহ-অভিনেতা দানিশ পান্ডোর জানিয়েছেন, ওই স্টেপ কিন্তু কোরিওগ্রাফারের শেখানো নয়। অভিনেতা নিজেই এই স্টেপে নাচতে চেয়েছিলেন। পরিচালক আদিত্য ধরকে অক্ষয় প্রশ্ন করেছিলেন, ‘এখানটায় আমি কি নাচতে পারি?’ জবাবে আদিত্য বলেন, ‘তোমার যা ইচ্ছা হয়…’ পরে সেই নাচ দেখে সেটে উপস্থিত সবাই খুশি হন।
পরে ছবি মুক্তি পেলে দেখা যায়, গানটিতে অক্ষয়ের এন্ট্রি দেখে প্রবল উত্তেজিত দর্শকরাও।

Comments are closed.