দ্রুততম পাঁচ উইকেটের বিশ্ব রেকর্ড মহেশের
সবচেয়ে কম বলে ৫ উইকেট শিকারের কীর্তি এতদিন ছিল বাহরাইনের জুনাইদ আজিজের দখলের। ২০২২ সালে জার্মানির বিপক্ষে সে কীর্তি গড়েছিলেন তিনি। জুনাইদের সে কীর্তি আজ টপকে গেলেন ফিনল্যান্ডের মহেশ।
এস্তোনিয়ার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮ বলে ৫ উইকেট শিকার করেছেন এই মিডিয়াম পেসার। এর মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে ৫ উইকেট শিকারের বিশ্ব রেকর্ডে নাম উঠে গেছে তার।
আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে দ্রুততম পাঁচ উইকেট শিকার করেন আফগানিস্তানের রশিদ খান। ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১১ বলে এই কীর্তি গড়েন তিনি।
এস্তোনিয়ায় টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেছে ফিনল্যান্ড। সেখানেই তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৮ বলে ৫ উইকেট নিয়েছেন মহেশ। প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১৪১ রানে শেষ হয় এস্তোনিয়ার ইনিংস।
তবে শুরুটা বেশ ভালো ছিল এস্তোনিয়ার। এক উইকেটে ৭২ রান করেছিল তারা। সেখান থেকে এস্তোনিয়ার ইনিংসে ধস নামান ডানহাতি মিডিয়াম পেসার মহেশ।
স্পেলের প্রথম ৮ বলে তিনি আউট করেন স্টেফান গুচ, সাহিল চৌহান, মোহাম্মদ উসমান, রূপম বড়ুয়া ও প্রণয় ঘিওয়ালাকে। ২ ওভারের স্পেলে ১৯ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি।
মহেশের দাপটেই ভালো শুরুর পরও ১৪১ রানে অলআউট হয়ে যায় এস্তোনিয়া। ৫ উইকেটে ম্যাচ জয় করে ফিনল্যান্ড।

Comments are closed.