দ্বিতীয় টিকা ডোজ নিতে হাসপাতালে খালেদা জিয়া

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইন্সটিটিউট ও হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ বুধবার(১৮ আগস্ট) বিকাল টায় গুলশানের বাসা ফিরোজা থেকে তার গাড়ি বহর রওয়ানা করে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইন্সটিটিউট ও হাসপাতালে গিয়ে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করবেন চেয়ারপারসন খালেদা জিয়া। এজন্য তিনি বাসা থেকে বিকাল চারটায় রওয়ানা করেন। ভ্যাকসিন গ্রহণ করে তিনি বাসায় ফিরে আসবেন।

এর আগে গত ১৯ জুলাই শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইন্সটিটিউট ও হাসপাতালে গিয়ে করোনার প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছিলেন ৭৬ বছর বয়সী খালেদা জিয়া।

You might also like

Comments are closed.