দৌলত‌দিয়ায় ১৯ কেজির কাত‌ল ৫২ হাজারে বিক্রি

রাজবাড়ী গোয়াল‌ন্দের দৌলত‌দিয়ার পদ্মা নদীতে ধরা পড়া ১৯ কে‌জি ওজনের একটি কাতল মাছ ৫৩ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে দৌলতদিয়ার ছকু মোল্লার আড়ত থেকে উন্মুক্ত নিলা‌মের মাধ্যমে মাছটি কিনে নেন ৫ নম্বর ফে‌রি ঘা‌ট এলাকার মাছ ব‌্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।

এর আগে, ভোর রাতে পদ্মা নদীর দৌলতদিয়া চরক‌র্নেশনা এলাকা থেকে কৃষ্ণ হলদা‌রের জা‌লে মাছটি ধরা পরে।

জানা‌ গে‌ছে, ভোররাতে দৌলতদিয়া চরক‌র্নেশনা এলাকার পদ্মা নদীতে জাল ফেল‌লে বিশাল আকৃতির এই কাতল মাছটি ধরা পরে। পরে বিক্রির জন্য মাছ‌টি বাজারের আড়‌তে আনেন। আড়তে ছকু মোল্লার আড়ত থেকে উন্মুক্ত সেখানে মাধ‌্যমে ২ হাজার ৮০০ টাকা কে‌জি দ‌রে ৫৩ হাজার ২০০ টাকায় দরে নেন মাছ কিনে সম্রাট।

তিনি জানান, সকালে দৌলতদিয়া বাজার থেকে উন্মুক্ত নিলা‌মে মাছটি ২৮০০ টাকা কে‌জি দ‌রে কিনেছি। সামান্য লা‌ভে লাভে বিক্রি করা হবে মাছটি।

You might also like

Comments are closed.