হঠাৎ কেন নিউইর্য়কে মাহি, জানা গেল কারণ

ঢালিউডের অভিনেত্রী মাহিয়া মাহিকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল ‘রাজকুমার’ সিনেমায়। এরইমধ্যে কেটে গেছে এক বছর। এ সময় কাজ দিয়ে আলোচনায় না থাকলেও ব্যক্তিগত নানা কারণে সংবাদের শিরোনাম হয়েছেন। এবার জানা গেলো, দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন অভিনেত্রী। তবে কী উদ্দেশে তিনি সেখানে গেছেন সে ব্যাপারে স্পষ্ট করে বলেননি কিছুই।

 

 

বৃহস্পতিবার (১৯ জুন) সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী। এদিন সন্ধ্যায় নিউইয়র্ক পৌঁছেই নিজের ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে দেশ ছাড়ার বিষয়টি জানিয়েছেন। যদিও এই সফরের উদ্দেশ্য নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি।

ওই পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।’ চেকইন দেন নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। দেশ ছাড়া প্রসঙ্গে গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘ভিসা পাওয়ার পর আর আসা হয়নি যুক্তরাষ্ট্রে, তাই এবার একটু সময় বের করে এলাম। বাচ্চা তো দেশে আছে, ঘুরে ফিরে যাবো।’

ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি শোবিজ অঙ্গনে পা রাখেন ‘ভালোবাসার রঙ’ সিনেমায় অভিনয় দিয়ে। এক যুগেরও বেশি সময় অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন একগুচ্ছ সিনেমা।

You might also like

Comments are closed.