দেশে ২৪ ঘণ্টায় ১৯ জনের করোনা শনাক্ত
দেশে গত ২৪ ঘন্টায় ১৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৬১ শতাংশ। তবে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার (২৫ জুন) সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৪১২টি নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৫১৮ জনের। মারা যাওয়াদের মধ্যে নারীর সংখ্যা বেশি।
সবশেষ গত সোমবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়।

Comments are closed.