দেশে করোনায় সংক্রমিত হয়ে সুস্থ লাখ ছাড়াল

দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সুস্থ হওয়ার সংখ্যা লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৯১০ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৩ হাজার ২২৭ জন। আর দেশে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ১ লাখ ৯০ হাজার ৫৭ জন।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে মঙ্গলবার এমন তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৪২৪ জন। আর ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ১৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে।নতুন করে মারা যাওয়া ৩৩ জনের মধ্যে ২৩ জন পুরুষ ও ১০ জন নারী।

You might also like

Comments are closed.