দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এক ভিডিও বার্তায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমন তথ্য দিয়েছেন।

তিনি বলেন, করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে ৬ জন মারা গেলেন।এছাড়ানতুন করে আক্রান্ত হয়েছেন আরও তিনজন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৫৪।

তিনি বলেন, আপনারা জানেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় দেশ্ববাসী আশ্বস্ত হয়েছে। আমরা বলতে চাচ্ছি, আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করছি। হাসপাতালে ভেন্টিলেটর বসাচ্ছি। সরকারি হাসপাতালে ৫০০ ভেন্টিলেটর বসানোর কাজ চলছে। তিনশ আনা হচ্ছে। হাসপাতালগুলোকে প্রস্তুত করা হচ্ছে।

You might also like

Comments are closed.