দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত

দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

শনিবার (৮ মে) দুপুরে আইইডিসিআর থেকে এ তথ্য জানানো হয়।

আইইডিসিআর এর তথ্য অনুযায়ী, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের একটি এবং অন্য আরও ৩ জনসহ মোট চার জনের নমুনা পরীক্ষায় ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) শনাক্ত হয়েছে।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভারতে প্রথম শনাক্ত ‘বি.১.১৬৭’ নামে করোনার ধরনটি বিশ্বের কমপক্ষে ১৭টির বেশি দেশে পাওয়া গেছে। ক্রমে এর বিস্তার আরও ছড়াবে।

বাংলাদেশের করোনা পরিস্থিতি: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৮৩৩ জনের। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৮২ জনের। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৭০ হাজার ৮৪২ জনে।

ভারতে করোনা পরিস্থিতি: এদিকে ভারতে করোনায় আক্রান্ত হয়ে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হয়েছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এক দিনে ৪ হাজারের বেশি মানুষ মারা গেছে। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪ লাখের বেশি মানুষ। গত ৩ দিন ধরে দেশটিতে ৪ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (৮ মে) টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ৪ হাজার ১৮৭ জন মারা গেছেন। যা এক দিনে সর্বোচ্চ। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৩৮ হাজার ২৬৫ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৬১১ জন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.