দেশের গৌরব রক্ষায় কাজ করছে সেনাবাহিনী: প্রধান উপদেষ্টা

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সেনা সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আরও আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করতে হবে।

এক শীতের দুপুরে রাজবাড়ীর সাদার চরে হানা দেয় একদল বিদেশি শত্রু। তখনই শত্রুর অবস্থান নিশ্চিত লাল পতাকা শিবিরে অবস্থান নেওয়া শত্রু পক্ষকে ঘায়েল করতে ছুটতে থাকে একের পর এক কামান, আর্টিলারি, মেশিনগান। শুরু হয় যুদ্ধ।

এটি সশস্ত্র বাহিনীর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শত্রুর বিরুদ্ধে একটি ছায়া যুদ্ধ। বাংলাদেশ সেনাবাহিনীর এই রণকৌশল দেখতে রবিবার (৫ জানুয়ারি) ঢাকা থেকে হেলিকপ্টার যোগে ছুটে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সঙ্গে তিন বাহিনীর প্রধান।

সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের আয়োজনে এই প্রশিক্ষণ অনুশীলনে অংশ নেয় অত্যাধুনিক সমরাস্ত্র ও সরঞ্জাম। এদিন শত্রু শিবিরে হামলা করতে এগিয়ে যায় যুদ্ধক্ষেত্রের সবচেয়ে শক্তিশালী যুদ্ধাস্ত্র, ট্যাংক। শত্রুর বাংকার লক্ষ্য করে শুরু হয় গোলা বর্ষণ।

আরেকদিক থেকে অস্ত্র সরঞ্জাম ও গোলাবারুদ নিয়ে এগিয়ে এলাকায় এগিয়ে যায় এপিসি, সঙ্গে অস্ত্র সজ্জিত পদাতিক বাহিনী। যারা জলে,স্থলে, আকাশে কিংবা দুর্গম পথে শত্রুপক্ষের উপর আক্রমণ চালাতে সক্ষম, সাহসী সৈনিক।

এদিকে বিকট শব্দে উড়তে থাকে বাংলাদেশ বিমান বাহিনীর অত্যাধুনিক যুদ্ধ বিমান। মুহূর্তেই শত্রুর আকাশ সীমায় আধিপত্য বিস্তার করে নেয়। পদাতিক বাহিনীকে সহায়তায় এগিয়ে আসে আর্মি এভিয়েশনের বিমান এবং হেলিকপ্টার।

যুদ্ধক্ষেত্রে প্রতিবন্ধকতা অপসারণসহ পদাতিক বাহিনীকে সহায়তা করে ইঞ্জিনিয়ার্স কোর। শত্রুপক্ষের অবস্থান জানানো এবং কমান্ডোদের সঙ্গে যোগাযোগ করে সিগন্যাল কোর।

অবশেষে শত্রুর সঙ্গে চূড়ান্ত বোঝাপড়া। বাংলার দামাল ছেলেদের সাহস আর নৈপুণ্যে পরাস্ত দখলদার বাহিনী। তখন সবুজ শিবিরে বিজয়োল্লাস।

এ-ই মহড়া দেখে ভূয়সী প্রশংসা করে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীকে সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকার আহ্বান জানান।

দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে বলে জানান অন্তর্বর্তী সরকার প্রধান।

You might also like

Leave A Reply

Your email address will not be published.