দেশজুড়ে সরকারি মাধ্যমিকের শিক্ষকরা কর্মবিরতিতে, হচ্ছে না বার্ষিক পরীক্ষা
চার দফা দাবিতে সারাদেশে সোমবার (১ ডিসেম্বর) থেকে শুরু হওয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকদের লাগাতার কর্মবিরতি চলছে। এর ফলে মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হচ্ছে না বলে খবর পাওয়া যাচ্ছে।
রোববার (৩০ নভেম্বর) সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন। নিচে দেশের বিভিন্ন জেলায় চলমান শিক্ষকদের কর্মসূচি তুলে ধরা হলো-
মাধ্যমিক শিক্ষকদের চারটি দাবি হলো
১. সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের’ গেজেট প্রকাশ।
২. বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা।
৩. সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেওয়া।
৪. ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের দুই থেকে তিনটি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন-সুবিধা বহাল করে গেজেট প্রকাশ।
নিচে দেশের বিভিন্ন জেলায় চলমান শিক্ষকদের কর্মসূচি তুলে ধরা হলো-
বরিশাল
বরিশালে দ্বিতীয় দিনের মত কর্মবিরতি পালন করছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষকদের কর্মবিরতিতে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা বন্ধ রয়েছে। মঙ্গলবার বরিশাল জেলা প্রশাসনের সহযোগীতায় বরিশাল জিলা স্কুলে বার্ষিক পরীক্ষা নিতে গেলে কতিপয় শিক্ষার্থীদের বাধায় তা নেয়া সম্ভব হয়নি।
শিক্ষার্থীরা শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে পরীক্ষা বর্জনের ডাক দেয়। তারা শিক্ষকদের পক্ষে স্লোগান দিতে থাকে।
এদিকে, পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীদের অনেক অভিভাবক ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের জিম্মি করে এ ধরনের আন্দোলন তারা সমর্থন করেননা।
শিক্ষকরা জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে তারা তাদের চার দফা দাবি আদায়ে কর্মবিরতি শুরু করেছে। দীর্ঘদিন থেকে তারা বঞ্চিত হওয়ায় বার্ষিক পরীক্ষা বন্ধ করে আন্দোলন করতে হচ্ছে। দাবি মেনে নিলে তারা ক্লাসে ফিরে যাবেন।
সুনামগঞ্জ
সুনামগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি জারি করলেও পরীক্ষার সময়ের পূর্বে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে এসে ফিরে যাচ্ছেন। দীর্ঘ এক বছর পরীক্ষার প্রস্তুতি নিয়ে ঠিক সময়ে পরীক্ষা দিতে না পেরে হতাশ শিক্ষার্থী ও অভিভাবক। এরপরও আন্দোলনে অনড় শিক্ষকরা।
কুষ্টিয়া
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার ছয়টি উপজেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা মঙ্গলবার সকাল থেকে একযোগে এ কর্মসূচিতে অংশ নেন। কর্মবিরতির কারণে নিয়মিত ক্লাস ও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে ফিরে যেতে বাধ্য হয়েছেন।
শিক্ষকরা জানান, দাবি মানা না হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।

Comments are closed.