‘দেশকে এগিয়ে নিতে দূর করতে হবে সব বৈষম্য’
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশকে এগিয়ে নিতে দেশের অভ্যন্তরীণ সব বৈষম্য দূর করতে হবে। বৈষম্য দূর হলেই দেশ এগিয়ে যাবে।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডক্টরস ফোরাম বাংলাদেশ আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে সত্যিকারের একটা পরিবর্তনের প্লাবন সৃষ্টি হয়েছে। এই পরিবর্তন ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।
এসময় আদর্শ সমাজ গঠনে ডাক্তারদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ডাক্তাররা চাইলে একটা মানবিক দেশ গড়তে পারেন। এজন্য সব পর্যায় থেকে ডাক্তারদের সহায়তা করার আহ্বান জানান।
জামায়াতের আমির বলেন, পড়াশোনার মধ্য দিয়ে জ্ঞান অর্জন ও রিসার্চ ছাড়া একটা দেশ এগিয়ে যেতে পারে না। তাই এই দুটি ক্ষেত্রের ওপর ডাক্তারদের জোর দিতে হবে।

Comments are closed.