দেড়টা থেকে দুইটার মধ্যে ঘোষণা হতে পারে জাকসুর ফলাফল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে প্রকাশ করা হতে পারে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কমিশনার অধ্যাপক লুৎফুল এলাহী এ তথ্য জানান।
তিনি বলেন, “১৫টি হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকী আছে ৬টি হল। আধাঘণ্টার মধ্যে আরো দুটি হলের গণনা শেষ হবে। সব মিলিয়ে দুপুর দেড়টা বা দুইটার মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।”
ভোট গণনায় বিলম্বের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “ম্যানুয়াল প্রক্রিয়ার কারণে দেরি হচ্ছে। এবার প্রায় সাড়ে ৮ হাজার ভোট কাস্ট হয়েছে। শিক্ষকরাই গণনার দায়িত্ব পালন করছেন, কিন্তু তারা অভিজ্ঞ না হওয়ায় সময় বেশি লাগছে।”
কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তারের পদত্যাগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অধ্যাপক লুৎফুল এলাহী বলেন, “কমিশনে এখনো কোনো চিঠি আসেনি। আমরা এ বিষয়ে জানি না, তাই মন্তব্যও করতে পারছি না।”
তিনি আরো যোগ করেন, “গত এক সপ্তাহে আমি এক মিনিটও ঘুমাতে পারিনি। যারা ফলাফলের জন্য অপেক্ষা করছেন তাদের ধৈর্য ধরতে বলবো।” এ সময় তিনি প্রার্থী, সাংবাদিক ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
You might also like

Comments are closed.