দূষিত শহরের তালিকায় আজ দ্বিতীয় স্থানে ঢাকা

বিশ্বে দূষিত শহরের তালিকায় আজ দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ১৬৭ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রাজধানীর বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

রোববার (২২ জুন) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের খবরে এ তথ্য জানা গেছে।

 

এদিকে বায়ু দূষণের তালিকায় ১৭৬ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে আফ্রিকার দেশ চাদ। ১৬৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। চতুর্থ স্থানে রয়েছে কঙ্গো, স্কোর ১৫৩। পঞ্চম স্থানে রয়েছে ভারত, স্কোর ১৩৮।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১ বা তার বেশি একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

You might also like

Comments are closed.