দুবাই যাওয়ার অনুমতি পেলেন জ্যাকুলিন

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলার চার্জশিটে জ্যাকলিনের নাম রয়েছে। কিছুদিন আগে এ মামলায় জামিন পেয়েছেন তিনি। কিন্তু বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল তার। অবশেষে বিদেশ ভ্রমণের অনুমতি পেয়েছেন নায়িকা। জানা গেছে, ২৭ জানুয়ারি দিল্লির পাতিয়ালা হাই কোর্টে মানি লন্ডারিং মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এসময় আইনজীবী জ্যাকুলিনের দুবাই ভ্রমণের অনুমতি চান। একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে যোগ দিতে নায়িকার দুবাই যাওয়া প্রয়োজন। এ অনুষ্ঠানে যোগ না দিলে তার বিরুদ্ধে মামলা করবে প্রতিষ্ঠানটি। তারপর জ্যাকুলিনকে দুবাই ভ্রমণের অনুমতি দেন আদালত। তবে কিছু শর্ত সাপেক্ষে অনুমতি পেয়েছেন তিনি।

এর মধ্যে প্রধান হলো- দুবাই ভ্রমণের জন্য জ্যাকুলিনকে ১ কোটি রুপি জামানত দিতে হবে। সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা একাধিকবার তলব করে জ্যাকলিনকে। জানা যায়, সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় বেশ কিছু অবৈধ সম্পত্তি উপহার হিসেবে পেয়েছিলেন জ্যাকলিন; এতেই ফেঁসে যান তিনি।

You might also like

Comments are closed.