দুপুরের মধ্যেই ঝড় হতে পারে যেসব অঞ্চলে

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা হয়েছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিকের সই করা সতর্ক বার্তায় বলা হয়েছে, কুমিল্লা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝড়ের আশঙ্কায় ওই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। অর্থাৎ, নদীপথে চলাচলরত নৌযানগুলোকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে।

আবহাওয়া অফিস বলছে, এসব এলাকায় দমকা হাওয়ার কারণে ছোট নৌযান বা ট্রলার চলাচলে সমস্যা হতে পারে। তাই দুপুর পর্যন্ত এসব নদী এলাকায় সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

You might also like

Comments are closed.