দুই মেয়েকে হত্যা করে নারীর দাবি ‘করোনার উৎস আমি’
আমি শিব। করোনা চীন থেকে নয় আমার শরীর থেকে এসেছে। দুই মেয়েকে হত্যার অভিযোগে অভিযুক্ত নারী ভি পদ্মজাকে পুলিশ জেলে নিয়ে গেলে এসব বলতে বলতে চিৎকার করে উঠে। এই ঘটনা ভারতের অন্ধ্রপ্রদেশের।
এছাড়া মঙ্গলবার ভি পদ্মজা বলেন, ভ্যাকসিন ছাড়াই মার্চের মধ্যে করোনা চলে যাবে।
গত রবিবার অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার মাদানাপাল্লে মণ্ডলে দুই মেয়েকে হত্যার অভিযোগে গ্রেফতার হন দম্পতি ভি পদ্মজা এবং ভি পুরষোত্তম নাইডু। তাদের দুজনের বয়সই ৫০-এর ঘরে। দুইজনেই উচ্চশিক্ষিত এবং শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত।
পুরষোত্তম নাইডু বলেন, আমি কোন অপদার্থ নই, আমি পিএইচডি ধারী। এই দুই দম্পতি বলেন, আমরা নির্দিষ্ট কিছু বার্তা পেয়েছি আমাদের অবশ্যই তা বাস্তব করতে হবে।
এছাড়া দুই মেয়েকে হত্যার পর ওই দম্পতির দাবি করেছিলেন, সময় দিলে তাদের বাঁচিয়ে তুলতে পারবেন।
দেশটির পুলিশ মনে করছে, এই ঘটনার পেছনে অন্ধবিশ্বাস জড়িত কোনও প্রথা রয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত ওই দুই তরুণীর নাম আলেখ্য (২৭) এবং দিব্যা (২৩)। ঘটনার দিন দু’জনেই লাল শাড়ি পরা অবস্থায় মাটিতে লুটিয়ে ছিলেন। তাদের মাথা থেকে রেরোচ্ছিল রক্ত। এনডিটিভি