দুই বছর পর খুললো গাজার আল আজহার ইউনিভার্সিটি
যুদ্ধবিরতি কার্যকরের পর খুলে দেয়া হয়েছে গাজার আল আজহার ইউনিভার্সিটি। ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর গত দুই বছর ধরে বন্ধ ছিলো বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম।
এরইমধ্যে যুদ্ধের ভয়াবহতা ভুলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ভিড় জমাচ্ছেন শিক্ষার্থীরা। শুধু নতুন সেমিস্টারই নয়, নতুন জীবন শুরুর স্বপ্ন দেখছেন তারা।
ইসরায়েলি আগ্রাসন শুরুর আগে উপত্যকায় ৫১টি বিশ্ববিদ্যালয় ও কলেজ ছিলো। যাতে মোট শিক্ষার্থী ছিলো ২ লাখের বেশি।
আইডিএফের নির্বিচার বোমাবর্ষণে গাজার বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানই এখন ধ্বংসস্তূপ। যে কয়েকটি টিকে আছে সেগুলো সচল করার চেষ্টা করছেন ফিলিস্তিনিরা।

Comments are closed.