দুই ছেলের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন শাকিব খান

বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান শুক্রবার নিজের জন্মদিন উদযাপন করেছেন দুই ছেলে আব্রাম খান জয় ও শেহজাদ খান বীরের সঙ্গে। দিনটিকে ঘিরে পরিবারের সদস্যদের পাশাপাশি ভক্তদের মধ্যেও ছিল উৎসাহ। শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের মুহূর্তগুলো শেয়ার করে অনুভূতি ব্যক্ত করেছেন।

অপু বিশ্বাসের ফেসবুক পোস্টে দেখা গেছে, শাকিব ও আব্রাম একে অপরের সঙ্গে রঙিন খুনসুটিতে মেতেছেন। লাল রঙের একটি কেকের পাশে আব্রাম হাতে তৈরি ক্যানভাসে লিখেছে, “হ্যাপি বার্থডে, মাই কিং-পাপা!” ছবিগুলোতে শাকিবের মুখে শিশুসুলভ হাসি। অপু লিখেছেন, “সন্তানের কাছে বাবা শুধু নায়ক নন, তিনি তার পৃথিবী। এই সম্পর্ক আত্মার, অম্লান।”

অন্যদিকে, শবনম বুবলী শেয়ার করেছেন ছোট ছেলে বীরের সঙ্গে শাকিবের নীল-সাদা কেক কাটার ভিডিও। কেকের উপর লেখা ছিল, “হ্যাপি বার্থডে ড্যাডি, আওয়ার মহারাজা!” বীরকে কোলে নিয়ে শাকিবের আনন্দঘন মুহূর্তগুলোতে বুবলী মন্তব্য করেন, “মার্চ মাসজুড়েই শাকিব-বীরের জন্মদিনের উৎসব চলেছে, যেন পুরো মাসটাই ‘এস কে মাস’!”

এদিকে, জন্মদিনে শাকিব খানের প্রশংসা করে শুভেচ্ছা জানিয়ে অপু বিশ্বাস ও শবনম বুবলী দুজনেই। অপু যেখানে ‘স্বামী’কে তুলনা করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে, সেখানে বুবলীর কাছে শাকিব ‘মহারাজা’।

You might also like

Leave A Reply

Your email address will not be published.