দুই কন্যার পর এবার পুত্র সন্তানের পিতা সাকিব

দুই কন্যা সন্তানের পর এবার পুত্র সন্তানের পিতা হয়েছেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তার স্ত্রী শিশির ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বিসিবির কাছ থেকে ছুটি নিয়ে মা’কে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন তিনি।

২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে হাসান শিশিরকে বিয়ে করেন সাকিব আল হাসান। এরপর তাদের ঘরে দুটি কন্যা সন্তানের জন্ম হয়। এদিকে তৃতীয় সন্তানের পিতা-মাতা হলেন তারা। জন্মের পর মা-ছেলে দুজনই সুস্থ আছেন বলে জানা গেছে।

You might also like

Comments are closed.