বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘ ১৫ বছর পর আবার শুরু হচ্ছে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। নতুন কুঁড়ির বিভাগগুলো হলো- একক অভিনয়, দলীয় অভিনয়, লোকনৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান, নজরুল-সংগীত, রবীন্দ্রসংগীত, লোকগীতি, ছড়া আবৃত্তি, চিত্রাঙ্কন, কোরআন তিলাওয়াত, গল্প বলা ইত্যাদি। এসব বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বিটিভি’র মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ বলেন, নতুন কুঁড়ি নতুনভাবে উপস্থাপন করব আমরা। নতুন বলতে অনুষ্ঠানের ধরন ঠিক থাকবে। কিন্তু এটি সময়োপযোগী করা হবে। যুক্ত হবে আধুনিক প্রযুক্তি, যেমন মোবাইল ও ইন্টারনেটের যোগাযোগ। এ ছাড়া চূড়ান্ত প্রতিযোগীদের গ্রুমিং করা হবে। যেটা আগে করা হতো না।
জানা গেছে, মুজিব জন্মশতবর্ষের উদ্বোধনী আয়োজনের পরপরই এটি শুরু হবে।
উল্লেখ্য ১৯৭৬ সালে মোস্তফা মনোয়ারের প্রযোজনায় বিটিভিতে শুরু হয় নতুন কুঁড়ি। চলে টানা ২৯ বছর। এ সময় তুমুল দর্শকপ্রিয়তা পায় অনুষ্ঠানটি। এরপর ২০০৫ এসে হঠাৎ বন্ধ হয়ে যায় এটি। এবার নতুন আঙ্গিকে শুরু হচ্ছে নতুন কুঁড়ি।