দীর্ঘদিন অনির্বাচিত সরকার দেশ চালাতে পারে না: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সব সময় বলে আসছি আমরা সংস্কার চাই। আমরাই সবচেয়ে বেশি চাই।  সংস্কার একটি চলমান প্রক্রিয়া। তবে এ জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। দিনের পর দিন অনির্বাচিত সরকার দেশ চালাতে পারে না।

শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমরা বলেছি সংস্কার করেন সমস্যা নেই। কিন্তু যে সমস্যা তৈরি হয়েছে, আজকে বাংলাদেশের অস্থিরতা, স্থিতিশীলতা সমস্যা রয়েছে। এগুলো অনেক কমে যাবে যদি একটি নির্বাচিত সরকার থাকে। কারণ নির্বাচিত সরকারের শক্তিটা হচ্ছে অন্য, এই সরকারের পেছনে জনগণ থাকে।

বিএনপি মহাসচিব বলেন, আজকে দেশের সমস্যা বেড়েই চলেছে। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে সাধারণ মানুষের। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে কিন্তু এটার দিকে তাদের কোনো খেয়াল নেই।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য করে ফখরুল আরও বলেন, রাজনৈতিক দলগুলো আপনাদের প্রতিপক্ষ নয়। রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে, সহযোগিতা করেই চলছে। কিন্তু আপনারাই রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বলছেন না। সহযোগিতা ওইভাবে করছেন না।

জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির জাপার জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান প্রমুখ।

You might also like

Leave A Reply

Your email address will not be published.