দিয়োগো জোতার মৃত্যুতে ফুটবল বিশ্বে শোক

স্পেনের জামুরার এক হাইওয়েতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন পর্তুগিজ ও লিভারপুল তারকা দিয়েগো জোতা। ফুটবল বিশ্বে নেমে এসেছে গভীর শোক। মাত্র ২৮ বছর বয়সী এই ফুটবলারের একই গাড়িতে থাকা তার বড় ভাই আন্দ্রে সিলভাও নিহত হয়েছেন।

স্থানীয় সময় রাত ১২টা ৪০ মিনিটে স্পেনের এ-৫২ মহাসড়কে প্যালাসিওস দে সানাব্রিয়ার কাছে তাদের ল্যাম্বরগিনি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে আগুন ধরে যায়। পুলিশ জানিয়েছে, টায়ার ফেটে যাওয়ার পর অতিরিক্ত গতিতে ওভারটেক করার সময় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

দিয়োগো ও আন্দ্রের মৃত্যুতে পর্তুগালজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে স্তব্ধ লিভারপুল, শোক জানালেন রোনালদো ও প্রিন্স উইলিয়ামও।

দুঃসংবাদের এই আঁধারে ডুবে গেছে ফুটবল দুনিয়া। কেবল ইউরোপ নয়, বহু দূরে বাংলাদেশেও হৃদয়ে রক্তক্ষরণ টের পাওয়া গেছে। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘শান্তিতে থেকো দিয়োগো জোতা (১৯৯৬–২০২৫)… তার ভাইসহ সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে। তার ভাইও ছিল ফুটবলার।’

পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এটা মেনে নেওয়া অসম্ভব। কিছুদিন আগেও আমরা জাতীয় দলে একসাথে ছিলাম। আজ তুমি নেই। তোমার পরিবারের জন্য রইল আমার প্রার্থনা। জীবন থেমে গেল ২৮ বছরেই, জোতার জন্য শোকজীবন থেমে গেল ২৮ বছরেই, জোতার জন্য শোক
শান্তিতে ঘুমাও, দিয়োগো ও আন্দ্রে।’

লিভারপুলের কোচ আর্নে স্লট বলেন, ‘দিয়োগো শুধু আমাদের খেলোয়াড় ছিলেন না, তিনি আমাদের পরিবারের একজন ছিলেন। তিনি ছিলেন অনুপ্রেরণা, বন্ধুবৎসল এবং একজন নিঃস্বার্থ সতীর্থ।’

ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অব ওয়েলস শোকবার্তায় বলেন, ফুটবল হারাল একজন গর্বিত প্রতিনিধি। তার পরিবার ও ভক্তদের প্রতি রইল গভীর সমবেদনা।

দিয়োগো ও তার স্ত্রী রুতে কারদোসো ছিলেন বহুদিনের প্রেমিক যুগল। বিয়ে করেন মাত্র ১১ দিন আহে। বিয়ের কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছিলেন তারা, ক্যাপশনে লেখা ছিল, ‘একদিন, যা আমরা কখনো ভুলব না।’

তাদের তিন সন্তান রয়েছে—দুই ছেলে ও এক কন্যা। ইনস্টাগ্রামে তাদের পরিবারের মুহূর্ত, ছুটি কাটানো নিয়েও জোতা প্রায়ই ছবি শেয়ার করতেন।

লিভারপুলের অ্যানফিল্ড ও তার সাবেক ক্লাব উলভারহ্যাম্পটনের মোলিন্যু স্টেডিয়ামের সামনে ফুল, ব্যানার ও কাগজে লেখা বার্তায় ভক্তরা জানাচ্ছেন তাদের শ্রদ্ধা ও ভালোবাসা। একটি বার্তায় লেখা ছিল, ‘সব কিছুর জন্য ধন্যবাদ, দিয়োগো। তুমি চিরকাল আমাদের হৃদয়ে থাকবে।’

২০২০ সালে উলভস থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন দিয়োগো জোতা। লিভারপুলের হয়ে তিনটি শিরোপা জিতেছেন। সর্বশেষ ২০২৪–২৫ মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ওই মৌসুমে তিনি ২৬ ম্যাচে ৬ গোল করেন।

You might also like

Comments are closed.