ভারতের রাজধানী দিল্লিতে বৈরী আবহাওয়া ও প্রবল বৃষ্টিতে গাছচাপায় তিন সন্তানসহ এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শনিবার পর্যন্ত ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করা হয়েছে। শুক্রবার (২ মে) সকালে দিল্লি থেকে ১২০টি ফ্লাইটের যাত্রা বিলম্বিত হয়েছে।
প্রবল বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো বাতাসের কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার আগেই অন্তত তিনটি ফ্লাইট আহমাদেবাদ জয়পুরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। ফ্লাইটরেডারের তথ্য বলছে, দিল্লি বিমানবন্দরে ফ্লাইটগুলোর অবতরণে গড়ে ২১ মিনিট এবং ছেড়ে যাওয়া ফ্লাইটগুলোর ৬১ মিনিট করে দেরি হয়েছে। দিল্লি থেকে ২০টির বেশি ফ্লাইট দেরিতে ছেড়েছে বলে জানিয়েছে এনডিটিভি। বৈরি আবহাওয়ার কারণে দিল্লিতে ট্রেন চলাচলও বিঘ্নিত হচ্ছে। ঝড়ে গাছ ভেঙ্গে তারের ওপর পড়ার কারণে ১৫ থেকে ২০টি ট্রেনের যাত্রা বিলম্বিত হয়েছে।
প্রবল বৃষ্টিতে দিল্লির দাওয়ারকা, খানপুর, সাউথ এক্সটেনশন রোড, মিন্টো রোড, লাজপত নগর এবং মতিবাগসহ বিভিন্ন জায়গায় জলজট তৈরি হয়েছে। ঝড়ে বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে কিংবা উপড়ে পড়ার খবর মিলেছে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। বিপদ এড়াতে মানুষজনকে যতটা সম্ভব নিজ নিজ বাসস্থানে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।
শুক্রবার দিল্লির তাপমাত্রা ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে জানিয়ে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) রাজধানীতে ৭০ থেকে ৮০ কিলোমিটার ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে।

Comments are closed.