দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও ধানবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও ১৬ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে দুই গাড়ির চালক ও দুই যাত্রী রয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঠাকুরগাঁও দশ মাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

দশ মাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার যদুর মোড়ে ধানবোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাস ও ট্রাকের চালক এবং দুইজন বাসযাত্রী নিহত হয়েছেন। এসময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। উদ্ধারকাজ চলছে।

নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি, বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।

You might also like

Comments are closed.