দাবি পূরণের আশ্বাসে চিকিৎসকদের কর্মবিরতি স্থগিতের ঘোষণা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মানববন্ধন কর্মসূচি। ছবি: তুহিন শুভ্র অধিকারী/স্টার
পদোন্নতিসহ দুই দফা দাবিতে কর্মবিরতি শুরু করা বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম তাদের কর্মসূচি ১২ সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে।

কর্মসূচি অনুযায়ী শনিবার (৮ মার্চ) সকাল ১০টা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন শতাধিক চিকিৎসক।

এর কিছুক্ষণের মধ্যে সেখানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী) অধ্যাপক মো. সায়েদুর রহমান হাজির হয়ে চিকিৎসকদের দাবি পূরণের আশ্বাস দেন। তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, ‘পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১২ সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে এই পদোন্নতি দেওয়া হবে।’

এ সময় রোগীদের কথা বিবেচনায় নিয়ে কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান সায়েদুর রহমান।

সায়েদুর রহমানের এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের পক্ষ থেকে ১২ সপ্তাহের জন্য কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের দাবিগুলো হল, চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতিযোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসকের অতি দ্রুত ও ভূতাপেক্ষভাবে পদোন্নতি নিশ্চিত করা। অন্তঃ ও আন্তঃক্যাডার বৈষম্য দূর করা। তৃতীয় গ্রেড পাওয়া সব যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতি দিয়ে ন্যায্য পাওনা নিশ্চিত করা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে আজ সকাল ১০টা থেকে টানা তিন দিন সরকারি হাসপাতালে দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করার কথা ছিল চিকিৎসকদের। দাবি আদায় না হলে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতিতে যাওয়ার কথা জানিয়েছিলেন তারা।

You might also like

Leave A Reply

Your email address will not be published.