দহগ্রামে বেড়া স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় সরল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। তবে বিজিবির প্রতিবাদের মুখে কাজ বন্ধ রাখেন বিএসএফ সদস্যরা।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে এ ঘটনার পর উপজেলার দহগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল জোরদারের কথা বলেছেন রংপুর-৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদীন।

বিজিবি ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার (ডিএএমপি) ৮/৪১ নম্বর পিলার লাগোয়া ভারতের অভ্যন্তরে শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ শুরু করেন কিছু শ্রমিক। এ সময় সেখানে ভারতের রাণীনগর-৬ বিএসএফ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের বিএসএফ সদস্যদের দেখা গেছে।

খবর পেয়ে তাৎক্ষণিক রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি বিজিবি ক্যাম্পের টহলদল সেখানে গিয়ে নির্মাণ কাজে বাধা দেয়। বিজিবির বাধা উপেক্ষা করে বিএসএফ সদস্যরা কাজ অব্যাহত রাখার চেষ্টা করলে বিজিবি তীব্র প্রতিবাদ জানায়।

এক পর্যায়ে বিজিবি টহল দলের প্রতিবাদের মুখে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ রেখে সীমান্তের ১৫০ গজ ভারতের অভ্যন্তরে চলে যান। এ ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে রংপুর-৫১ বিজিবির পানবাড়ি কোম্পানি কমান্ডার জামিল আহমেদ বলেন, বিজিবির টহল দল সীমান্তে সার্বক্ষণিক অবস্থান ও নজরদারি বৃদ্ধি করেছে। তবে ঘটনার বিস্তারিত বলতে রাজি হয়নি তিনি।

স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলাম বলেন, ‘বিএসএফ শূন্যরেখায় বেআইনিভাবে বেড়া নির্মাণ করছে। আমরা আতঙ্কে আছি। এ ধরনের কর্মকাণ্ড আমাদের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, বিএসএফ শূন্যরেখা বরাবর প্রায় আধা কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হয়েছিল। বিজিবির বাধায় কাজ বন্ধ হলেও বিএসএফ সীমান্তে তাদের সদস্য সংখ্যা বাড়িয়েছে।

রংপুর-৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদীন বলেন, “সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। সীমান্ত শৃঙ্খলা বজায় রাখতে আমরা প্রস্তুত আছি।

স্থানীয় সাংবাদিক এ বি সফিউল আলম লাবু বলেন, ‘আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা থেকে দেড়শ গজের মধ্যে স্থাপনা নির্মাণ না করার নিয়ম থাকলেও ভারতীয় কর্তৃপক্ষ সেটি না মেনে অবৈধভাবে কাঁটা তারের বেড়া স্থাপনের চেষ্টা করছে। যা শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘনই নয় বরং দুই দেশের মধ্যে আস্থার সংকট তৈরি করে।সমস্যা সমাধানে কূটনৈতিক পদক্ষেপ জরুরি। দহগ্রাম ইউনিয়ন সীমান্তের ঘটনাটি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.