দশম দিনের মতো আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষকরা

বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। টানা দশম দিনের মতো আজও চলমান রয়েছে আন্দোলন।

কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকেই শুরু হয় শিক্ষকদের অবস্থান কর্মসূচি। বেলা ১১ টার দিকে এনসিপি নেতাদের এ আন্দোলনে সংহতি প্রকাশ করার কথা রয়েছে আজ।

বেলা সাড়ে বারোটায়, মুখে কালো কাপড় বেঁধে যায় শাহবাগে অবস্থান নেয়ার কর্মসূচি রয়েছে।এর আগে, গতকাল নবম দিনের মতো আন্দোলন করেছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন ও শিক্ষক সমাবেশ কর্মসূচি পালন করেছেন তারা। শিক্ষকরা জানান, অনশন-বিক্ষোভেও দাবি মেনে নেয়ার আশ্বাস মেলেনি। তাই আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দেন তারা।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর বাড়িভাড়া ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। কিন্তু ৫ অক্টোবর ঘোষণাটি প্রকাশ্যে আসার পর শিক্ষক-কর্মচারীরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা অন্তত দুই হাজার বা তিন হাজার টাকা করার প্রস্তাব অর্থ বিভাগে পাঠায়।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ‘ভুখা মিছিল’ কর্মসূচি বাধাগ্রস্ত হয়। শহীদ মিনার থেকে শিক্ষা ভবনের দিকে যাত্রা শুরু করলে হাইকোর্টের মাজার গেটে পুলিশ ও বিজিবির বাধার মুখে পড়েন তারা। পরে বিকেল পৌনে ৫টার দিকে শিক্ষক-কর্মচারীরা শহীদ মিনারে ফিরে অবস্থান কর্মসূচি শুরু করেন। সন্ধ্যায় সেখানে অনুষ্ঠিত সমাবেশে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেন।

You might also like

Comments are closed.