দর্শক খরায় স্থগিত হচ্ছে বৈদ্যুতিক বাইকের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ‘মোটোই’
দর্শক ও বাজারের প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক বাইকের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ‘মোটোই’ স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মোটরসাইকেলিং ফেডারেশন (এফআইএম) ও মোটোজিপি কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ মৌসুম শেষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
এক বিবৃতিতে এফআইএমের প্রেসিডেন্ট হোর্হে ভিয়েগাস বলেন, ‘আজ আমরা এফআইএম মোটোই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ স্থগিত করার ঘোষণা দিচ্ছি। মোটোজিপির স্বত্বাধিকারী ডোর্নার সঙ্গে মিলে এই উদ্ভাবনী বিভাগকে জনপ্রিয় করার সব রকম চেষ্টা সত্ত্বেও আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারিনি। এমনকি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক বাইকের বাজারও আশানুরূপভাবে অগ্রগতি হয়নি।’
২০২৫ মৌসুমে মোটোইয়ের এখনো দুটি রেস বাকি আছে। এরপর অনির্দিষ্টকালের জন্য এই প্রতিযোগিতা স্থগিত হয়ে যাবে। এফআইএম ও মোটোজিপি জানিয়েছে, তারা বৈদ্যুতিক বাইকের বাজার পর্যবেক্ষণ চালিয়ে যাবে। ভবিষ্যতে আয়োজনটি পুনরায় চালুর মতো পরিস্থিতি তৈরি হলে বিষয়টি আবার বিবেচনা করা হবে।
২০১৯ সালে মোটোইয়ের যাত্রা শুরু হয়। প্রথম দিকে মাত্র চারটি রাউন্ডে ছয়টি রেস নিয়ে মৌসুম শুরু হয়। প্রথম দিকে বেশ সাড়া ফেললেও পরে ধীরে ধীরে এর আবেদন কমতে থাকে। একটা পর্যায়ে আটটি রাউন্ডে রেসের সংখ্যা বেড়ে ১৬টি হলেও ২০২৫ সালে তা ৭টি রাউন্ডে নামিয়ে আনা হয়।
বর্তমানে মোটোই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলের জন্য রেসিং বাইক সরবরাহ করে ডুকাটি। ২০২৩ সালে এনার্জিকা ইগো করসার স্থলাভিষিক্ত হয় ডুকাটি। এই বৈদ্যুতিক বাইকগুলোর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৭১ মাইল (প্রায় ২৭৫ কিলোমিটার)। অন্যদিকে প্রচলিত মোটোজিপি বাইকগুলোর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২২৪ মাইল (প্রায় ৩৬০ কিলোমিটার) পর্যন্ত।

Comments are closed.