দক্ষিণ-পূর্ব এশিয়ায় ওয়াশিংটন পোস্টের ব্যুরো চিফ রেবেকা
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ এর দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক ব্যুরো চিফ হিসেবে সাংবাদিক রেবেকা ট্যানের নাম ঘোষণা করা হয়েছে।
আগামী জুলাই মাসে তিনি উক্ত দায়িত্ব বুঝে নেবেন উল্লেখ করে সম্প্রতি বিশ্বখ্যাত পত্রিকাটি এক ঘোষণায় লিখেছেঃ আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, রেবেকা ট্যান দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক ব্যুরো চিফ হচ্ছেন। এর মধ্য দিয়ে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের ফিলিপাইন থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অংশকে তিনি ‘কাভার’ করার দায়িত্ব পেলেন।
নতুন দায়িত্ব পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন রেবেকা। এক টুইটে তিনি লিখেছেন, “একটা সত্যিকার স্বপ্নপূরণ হলো।”
প্রসঙ্গত, রেবেকা সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেন। সেখানেই তিনি বেড়ে ওঠেন। তিনি ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াতে পড়ালেখা করেন। গত সাত বছর তিনি যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন। ২০১৯ সালে ওয়াশিংটন পোস্টে যোগদানের পর গত তিন বছর ধরে তিনি স্থানীয় প্রতিবেদক হিসেবে কাজ করছিলেন।