‘থামা’তে নোরা ফাতেহির ঝলমলে অভিষেক

ম্যাডক ফিল্মসের ‘থামা’ ট্রেলার ইতিমধ্যেই দর্শকদের মুগ্ধ করেছে ভ্যাম্পায়ার, বাঘমানুষ এবং ক্রসওভারের জটিল মিশ্রণে। কিন্তু সেই সব কিছুর মধ্যে সবচেয়ে বেশি চমক সৃষ্টি করেছে নোরা ফতেহির ঝলমলে ক্যামেরো। জাঁকজমকপূর্ণ পোশাকে সাজানো নোরা, হুড পরিহিত নর্তকদের ঘিরে রেখে তার এক্সাইটিং নাচের মাধ্যমে সেই রহস্যময়তা ও আবেগের মিলনে দর্শকদের মন জয় করেছেন।
এই বিশেষ সংযোজনটি ছবির রহস্যময় এবং বিনোদনময় আবহের সঙ্গে পুরোপুরি মানানসই। নোরার নাচের সেই ঝলকগুলোই ইঙ্গিত দেয় যে এটি একটি উচ্চ-শক্তির বিশেষ নরম্বর, যা দর্শকদের মনে দিওয়ালির সময় স্মরণীয় হয়ে থাকবে। নোরার গানের প্রতি দর্শকদের আগ্রহ এবং ভাইরাল হওয়ার ক্ষমতা বিবেচনা করলে ‘থামা’তে তার অংশগ্রহণকে অনলাইন জগতে ‘থামাকেদার’ হিসেবে অভিহিত করা হচ্ছে।
গ্ল্যামার, ছন্দ আর অতিপ্রাকৃত উত্তেজনার মিশেলে নোরা ফতেহির পারফরম্যান্স এবারের ‘থামা’র অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে আবির্ভূত হতে চলেছে।
You might also like

Comments are closed.