থাইল্যান্ড ভ্রমণের ৪৫ দিন আগেই করতে হবে ভিসার আবেদন

থাইল্যান্ড ভ্রমণের তারিখের কমপক্ষে ৪৫ দিন আগে ভিসার আবেদন করতে বলেছে ঢাকার থাই অ্যাম্বাসি। ভিসার উচ্চ চাহিদার কারণে এ সিদ্ধান্ত বলে সম্প্রতি এক বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি থেকে নতুন পদ্ধতি পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। ৯ মার্চ থেকে দৈনিক ভিসা আবেদন জমা নেওয়ার কোটা বন্ধ করা হয়েছে। এর মাধ্যমে আবেদনকারীরা তাদের আবেদনপত্র জমা দিতে পারবেন এবং সুবিধাজনকভাবে নিজেরাই অনলাইনে ফি দিতে পারবেন। আবেদনকারীরা প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, থাইল্যান্ড ভ্রমণের উচ্চ চাহিদার কারণে ভ্রমণের তারিখের কমপক্ষে ৪৫ দিন আগে আবেদন করার জন্য বলা হয়েছে। আবেদনকারীদের তাদের পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং ব্যক্তিগত তথ্য যেমন নামের বানান, লিঙ্গ এবং জন্মতারিখ আবেদনপত্র জমা দেওয়ার আগে যাচাই করে নিতে বলা হয়েছে। যেসব আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম বা যাদের আবেদনপত্রের তথ্য পাসপোর্টের থেকে ভিন্ন, তাদের পাসপোর্ট বাতিল করা হবে জানানো হয়েছে।

থাই অ্যাম্বাসি আরও জানায়, ই-ভিসা ওয়েবসাইটে যেসব নথির অনুরোধ করা হয়েছে সেগুলো বাধ্যতামূলক নয়। এ ছাড়া আবেদনকারীদের অতিরিক্ত ডকুমেন্ট আপলোড করতে বলা হয়েছে। দূতাবাস মনে করছে, এটি ভিসা অনুমোদনের ক্ষেত্রে দূতাবাসের জন্য সহায়ক হবে। এই নথিগুলোর মধ্যে রয়েছে ব্যাংক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স এবং আগের থাই ভিসা।

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.