ত্রানকর্তা হয়ে লিভারপুলকে শীর্ষে নিয়ে গেছে সালাহ
আধিপত্য ধরে রেখে গোলের জন্য একের পর এক প্রচেষ্টা চালিয়েও সফল হচ্ছিল না লিভারপুল। মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট হারানোর আশঙ্কা তখন পেয়ে বসেছিল অলরেডদের। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় জালের দেখা পেতে ব্যর্থ লিভারপুলের ত্রানকর্তা হয়ে আরও একবার আবির্ভূত হলেন মোহামেদ সালাহ। স্পটকিক থেকে জাল খুঁজে নিয়ে লিভারপুলের জয়রথ জারি রাখলেন ‘ইজিপশিয়ান কিং’।

Comments are closed.