ত্রাণের অপেক্ষায় থাকা ৪৫ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

খান ইউনিসের আল-তাহলিয়া রাউন্ডঅবাউদে সাহায্যের জন্য অপেক্ষা করার সময় ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে ৪৫ ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ‘জরুরি, নিবিড় পরিচর্যা এবং অপারেটিং কক্ষগুলো (নাসের মেডিকেল কমপ্লেক্সে) বিপুল সংখ্যক হতাহতের এবং মৃত্যুর কারণে উপচে পড়েছে।’

সর্বশেষ এই হত্যাকাণ্ডটি ঘটেছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত বিতর্কিত সাহায্য কেন্দ্রগুলোতে, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমর্থিত। এই সংস্থাগুলো ইসরায়েলি সেনাবাহিনীর কঠোর নিয়ন্ত্রণাধীন এলাকায় কাজ করে এবং সমালোচকরা এগুলিকে ‘মানব কসাইখানা’ বলে সমালোচনা করেছেন।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক সোমবার বলেছেন, ইসরায়েলের ‘যুদ্ধের উপায় এবং পদ্ধতি গাজার ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ, অযৌক্তিক দুর্ভোগ ডেকে আনছে।’

২০ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৫ হাজার ৩৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে কয়েক হাজার শিশু, নারী এবং বয়স্ক ব্যক্তি রয়েছেন।

-আলজাজিরা

You might also like

Comments are closed.