তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি: অপু বিশ্বাস

৫ বছর আগে মা শেফালি বিশ্বাসকে হারিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দিনটি ছিল ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর। আজ অভিনেত্রীর মায়ের ৫ম মৃত্যুবার্ষিকী।
আবেগঘন পোস্ট অপু বিশ্বাসের।
২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর সন্তান আব্রাম খান জয়ের জন্ম দেয়ার মাধ্যমে মা হন অপু বিশ্বাস। তাই এই মাসটি তার কাছে আনন্দের। কিন্তু মায়ের মৃত্যুর পর থেকে মাসটি এই অভিনেত্রীর জন্য একইসঙ্গে বেদনাদায়কও হয়ে যায়।
তাই তো মা শেফালি বিশ্বাসের মৃত্যুবার্ষিকীর দিন নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস।
পোস্টে অপু বিশ্বাস যা লিখেছেন, ‘আজকের দিনটা আমার কাছে শুধু একটা তারিখ নয়, এক বুক শূন্যতা। আজ ঠিক এই দিনে তোমাকে হারিয়েছিলাম, মা। তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি।’
২০২০ সালের ১৮ সেপ্টেম্বর দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অপু বিশ্বাস মা শেফালী বিশ্বাস। এর কয়েক দিন আগে তিনি স্ট্রোক করেন।
এরপর শেফালী বিশ্বাসকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা করে চিকিৎসকরা জানান, তার ফুসফুসে পানি জমেছে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। ১৮ সেপ্টেম্বর সেখানেই তিনি মারা যান।
You might also like

Comments are closed.