তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের ফার্মগেট অবরোধ, তীব্র যানজট
রাজধানীর তেজগাঁও কলেজ আবাসিক শিক্ষার্থী হত্যার প্রতিবাদে রাজধানীর ফার্মগেট মোড় অবরোধ করে বিক্ষোভ করছে কলেজের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
শিক্ষাথীরা অভিযোগ করে বলেন, ছাত্রদলের হামলায় তাদের সহপাঠী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি তাদের। এছাড়া, হত্যার ঘটনায় হওয়া মামলা হত্যা মামলায় রুপান্তরের দাবি শিক্ষার্থীদের।
সড়ক অবরোধের করণে ফার্মগেট মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের আশ্বস্ত করে সড়ক ছেড়ে দিতে বলেন। কিন্তু সহপাঠীর হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বে না বলে জানান শিক্ষার্থীরা।
জানা গেছে, ছাত্রদলের দুই গ্রুপের মারামারিতে সাকিবুল হাসান রানা নামে এইচএসসির এক শিক্ষার্থী আহত হয়। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাকিবুল হাসান রানা তেজগাঁও কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

Comments are closed.