তেজগাঁওয়ে বিস্ফোরণে দগ্ধ শিক্ষার্থী  জিতু মারা গেছেন

রাাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি ছয়তলা আবাসিক ভবনে বিস্ফোরণে দগ্ধ শিক্ষার্থী  জিতু (২৮) মারা গেছেন।

গতকাল শুক্রবার (১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

আইয়ুব হোসাইন জানান, জিতুর শরীরের ৬৫ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় দগ্ধ অপর শিক্ষার্থী ইয়াছিন তালুকদার (২৭) এখনও আইসিইউতে চিকিৎসাধীন। তার শরীরে ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানান এই আবাসিক সার্জন।

গতকাল শুক্রবার (১ অক্টোবর) সাড়ে রাত ৯টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ইয়াছিন ও জিতু দগ্ধ হলে তাঁদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাঁদেরকে ইনস্টিটিউটের আইসিইউ-তে নেওয়া হয়।

দগ্ধরা ওই বাসার তিনতলার মেস ভাড়া করে থাকতেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মমিনুল গতকাল শুক্রবার জানিয়েছিলেন, রাত ৯টার পর পূর্ব তেজতুরী পাড়ার ২৭/এ জাহান ভিলার তিন তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান কালের কণ্ঠকে বলেন, ইয়াছিন ও জিতু শিক্ষার্থী বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.