তেজগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট

রাজধানীর সাতরাস্তা মোড়ে কয়েক দফা দাবিতে অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে মগবাজার—মহাখালী, খামারবাড়ি—ফার্মগেট—শাহবাগ—কারওয়ান বাজারসহ আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শিক্ষকরা বোঝানোর চেষ্টা করেও শিক্ষার্থীদের সড়ক থেকে ক্যাম্পাসে ফেরাতে পারেননি।

বৃহস্পতিবার(২০ মার্চ ) বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন, যা দুপুর দেড়টা পর্যন্ত চলতে থাকে। এ সময় হাতিরঝিল, রামপুরা, মগবাজার, শান্তিনগর, কাকরাইল ও মিন্টু রোডে যানজটের সৃষ্টি হয়। শত শত গাড়ি আটকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সাড়ে ১২টার দিকে জানানো হয়, এই মুহূর্তে তেজগাঁওয়ের সাতরাস্তায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় ৩০০—৪০০ শিক্ষার্থী বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। যার ফলে মহাখালী হয়ে সাতরাস্তার দিকে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।

শিক্ষার্থীরা বেশ কয়েক মাস ধরে বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন। তার মধ্যে ২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের দ্রুত স্থানান্তর করা ছিল অন্যতম।

শিক্ষার্থীরা বলছেন, এ ঘটনায় ক্র্যাফট ইনস্ট্রাক্টররা তাদের পক্ষে রায় পেয়েছেন। অন্যদিকে শিক্ষকেরা বলছেন, ভুল বার্তায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। তাই তাদের বুঝিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।

You might also like

Comments are closed.