তৃতীয় ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে রাশিয়া

নিজেদের তৃতীয় কোভিড ভ্যাকসিন অনুমোদন দিয়েছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন এ ঘোষণা দিয়েছেন। এর নাম দেয়া হয়েছে কোভিভ্যাক। তবে এখনো বড় পর্যায়ে এর কোনো ট্রায়াল চালানো হয়নি। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

এর আগে আরো দুটি কোভিড ভ্যাকসিন অনুমোদন দিয়েছে রাশিয়া। এরমধ্যে বিদেশে রপ্তানি করা হচ্ছে গামালেয়া ইনস্টিটিউটের ডেভেলপ করা স্পুটনিক ভি ভ্যাকসিন। এটিও তৃতীয় ধাপের ট্রায়াল ছাড়াই অনুমোদন দেয়া হয়েছিল।

তবে দেশটির গবেষকরা একে ৯০ শতাংশেরও বেশি কার্যকরি ও নিরাপদ বলে দাবি করছেন।

এখন পর্যন্ত প্রায় ২০ লাখ রাশিয়ানকে স্পুটনিক ভি ভ্যাকসিন প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। এছাড়া ভেক্টর ইনস্টিটিউট আরো একটি ভ্যাকসিন উৎপাদন করেছে। এটিও অনুমোদনপ্রাপ্ত ভ্যাকসিন। শীগগিরই এটি জনগণের মধ্যে প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। এ নিয়ে প্রধানমন্ত্রী মিশুস্তিন বলেন, এখন বিশ্বের একমাত্র দেশ হিসেবে রাশিয়ারই তিনটি কোভিড ভ্যাকসিন রয়েছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.