তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় : ট্রাম্প

তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মিয়ামিতে এফআইআই প্রায়োরিটি সামিটে বক্তব্য দিচ্ছিলেন তিনি।
ট্রাম্প বলেন, “তৃতীয় বিশ্বযুদ্ধে কারও লাভ হবে না। কিন্তু আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে খুব বেশি দূরে নেই।”

অবশ্য এই ধরনের কোনো যুদ্ধ তিনি ঘটতে বাধা দেবেন বলেও জানিয়েছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এখন ক্ষমতায় থাকলে বিশ্ব যুদ্ধে জর্জরিত হতো বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এদিকে সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সতর্ক করলেও প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তার নেতৃত্ব এমন কিছু হতে দেবে না। বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্র তাতে অংশ নেবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি। অবশ্য তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে তার এমন অনুমানের কারণ কী, সেই ব্যাখ্যা দেননি ট্রাম্প।

এছাড়া বিশ্বের বিভিন্ন অংশে যেসব যুদ্ধ চলছে, তা বন্ধ করার আশ্বাসও শোনা গেছে ট্রাম্পের গলায়। তিনি বলেন, “এই অর্থহীন চলমান যুদ্ধগুলোকে আমরা থামাতে চলেছি। আগামী দিনে অন্য যে কারও চেয়ে আমরা আরও শক্তিশালী হয়ে উঠব। যদি যুদ্ধ হয়, তবে কেউ আমাদের কাছে ঘেঁষতে পারবে না। যদিও আমি মনে করি তেমন কিছু হবেই না।”

বক্তব্যের একটি অংশে নিজের দূরদৃষ্টির প্রশংসা করেন ট্রাম্প নিজেই। এ ক্ষেত্রে তিনি তার ঘনিষ্ঠ ধনকুবের ইলন মাস্কের মন্তব্যকে উদ্ধৃত করেন। তিনি বলেন, “ইলন বলেছেন— ‘ইউক্রেন নিয়ে প্রেসিডেন্টের যে ধারণা, তা একদম ঠিক।’ এটা দুঃখের যে, বহু বাবা-মা তাদের সন্তানদের হারালেন আর বহু সন্তান তাদের বাবা-মাকে হারালেন।”

প্রসঙ্গত গত বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বলে আখ্যায়িত করেছিলেন ট্রাম্প। হুঁশিয়ারির সুরে সেদিন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, জেলেনস্কি সরে না দাঁড়ালে তার কোনও দেশে ঠাঁই হবে না!

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.