তুরস্কের সেই ব্যর্থ অভ্যুত্থানের ‘শহীদ’দের স্মরণে বাংলাদেশে প্রার্থনা

তুরস্কে ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানের চতুর্থ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশে তুরস্ক দূতাবাসের কর্মকর্তারা বিশেষ প্রার্থনার আয়োজন করেন।
টার্কিশ কোঅপারেশন এন্ড কোঅরডিনেশন এজেন্সী (টিকা) দূতাবাসের সাথে সম্বিলিতভাবে শুক্রবার বনানীর একটি মসজিদে এর আয়োজন করে।

রাষ্ট্রপরিচালিত সাহায্য সংস্থা টিকার সমন্বয়ক ইসমাইল গুন্দুদু বলেন, আমরা আমাদের সেইসব শহীদদের ভুলে যাইনি।

সংস্থাটি এক বিবৃতিতে জানায়, আসছে ১৫ জুলাই জঘন্য সেই অভ্যুত্থান চেষ্টায় আমাদের বীর শহীদদের জন্য বাংলাদেশী হুফফাজ পবিত্র কোরআন তেলাওয়াত করে।

ফেতুল্লাহ সন্ত্রাসী গোষ্ঠী এবং যুক্তরাষ্ট্রে অবস্থানরত তাদের নেতা ফেতুল্লাহ গুলেন ২০১৬ সালের ১৫ জুলাই ওই (ব্যর্থ) অভ্যুত্থানের চেষ্টা চালায় যাতে ২৫১ জন নিহত এবং ২২০০ জন আহত হন।

তুরস্কের সরকারেরও অভিযোগ, ওই সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘদিন ধরে সামরিক, পুলিশ এবং বিচার বিভাগে অনুপ্রবেশ করে রাষ্ট্রকে অকার্যকর করতে চেয়েছিল।

শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে ইসমাইল বলেন, নৈরাজ্যের বিপক্ষে এবং দেশের গণতন্ত্র ও সংহতির পক্ষে একসাথে লড়বার জন্য ওই ঘটনা একটি চরম শিক্ষা।

আনাদুলু এজেন্সি অবলম্বনে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.