‘তুই যে টাকাটা লিখবি, তা নিয়ে কোনও প্রশ্ন করব না’
দেব ও কোয়েল মল্লিক-বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি।
আরও পড়ুন
একাধিক হিট ছবিতে একসঙ্গে কাজ করার পরও তাঁদের বন্ধুত্বের রসায়ন এতটাই গভীর যে, দেব একবার কোয়েলকে ব্ল্যাঙ্ক চেকে সই করে দেন!
ঘটনাটি ঘটেছিল দেবের প্রযোজিত ছবিতে কাজের সময়। পারিশ্রমিক নিয়ে কোনও আলোচনা না করে তিনি কোয়েলকে বলেছিলেন,
“তুই যে টাকাটা লিখবি, আমি তা নিয়ে তোকে কোনও প্রশ্ন করব না।”
কিন্তু বন্ধুত্বের নজিরস্বরূপ কোয়েল সেই চেকটি আজও ব্যাঙ্কে জমা দেননি।
সঙ্গীত বাংলার একটি সাক্ষাৎকারে দেব নিজেই প্রকাশ্যে আনেন এই আন্তরিক ঘটনা। তিনি জানান, কোয়েল তাঁর গল্প শুনেই রাজি হয়ে গিয়েছিলেন ছবিতে কাজ করতে। সেই বিশ্বাস, শ্রদ্ধা আর বন্ধুত্বই এই সম্পর্ককে করেছে অনন্য।
ভক্তদের এখন একটাই দাবি-এই জুটিকে ফের বড় পর্দায় একসঙ্গে দেখতে চান তাঁরা, গল্পের বাইরেও বাস্তবের এই মিষ্টি বন্ধুত্ব আবার যেন সিনেমায় ধরা পড়ে।

Comments are closed.