তীব্র সংঘর্ষের মধ্যে কর্দোফানের দিকে অগ্রসর হচ্ছে সুদানি সেনাবাহিনী

সুদানের দক্ষিণাঞ্চলে উত্তর ও পশ্চিম কর্ডোফান রাজ্যে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর সঙ্গে টানা সংঘর্ষের মধ্যেই সেনাবাহিনী নতুন অগ্রগতি অর্জন করেছে। শনিবার (২২ নভেম্বর) সামরিক সূত্রকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ উম সামিমা এলাকায় ভারী সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রাদেশিক রাজধানী এল-ওবেইদের প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই অঞ্চল উত্তর ও পশ্চিম কর্দোফানকে সংযুক্ত করে। সেনাবাহিনী সেখানে ভারী ও হালকা অস্ত্রের হামলা চালিয়ে আরএসএফ বিদ্রোহীদের বিরুদ্ধে অগ্রসর হচ্ছে।

এছাড়া পশ্চিম কর্ডোফানের আল-খুয়াই অঞ্চলের পশ্চিম দিকেও সেনা ও মিত্র বাহিনী অগ্রযাত্রা অব্যাহত রেখেছে, যা এল-ওবেইদ শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে। গত মঙ্গলবার সুদানি সেনাবাহিনী কর্দোফান অঞ্চলের বিভিন্ন যুদ্ধফ্রন্টে গুরুত্বপূর্ণ সাফল্যের দাবি করে।

 

বিশ্লেষকদের মতে, এই অগ্রগতি আরএসএফ-নিয়ন্ত্রিত দারফুর অঞ্চলের দিকে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্যদিকে আরএসএফও দাবি করেছে যে তারা উত্তর কর্দোফানের জাবাল আবু সুনুন, জাবাল ইসা এবং আল-আইয়ারা এলাকায় সাফল্য অর্জন করেছে।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর আরএসএফ এল-ফাশার শহর দখল করে এবং স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী সেখানে বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালায়। বর্তমানে আরএসএফ পশ্চিম সুদানের দারফুরের পাঁচটি রাজ্য নিয়ন্ত্রণ নেয়, আর সেনাবাহিনী দক্ষিণ, উত্তর, পূর্ব ও কেন্দ্রীয় অঞ্চলসহ মোট ১৩টি রাজ্যের নিয়ন্ত্রণে রয়েছে, যার মধ্যে রাজধানী খার্তুমও অন্তর্ভুক্ত।

২০২৩ সালের ১৫ এপ্রিল শুরু হওয়া সুদানি সেনাবাহিনী ও আরএসএফের বিধ্বংসী যুদ্ধ এখনো চলছে। এই সংঘাত ইতোমধ্যে হাজারো মানুষের প্রাণ কেড়েছে এবং লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে, যা বিশ্বের ভয়াবহতম মানবিক সংকটগুলোর একটি হিসেবে পরিণত হয়েছে।

You might also like

Comments are closed.