তীব্র সংঘর্ষের মধ্যে কর্দোফানের দিকে অগ্রসর হচ্ছে সুদানি সেনাবাহিনী
সুদানের দক্ষিণাঞ্চলে উত্তর ও পশ্চিম কর্ডোফান রাজ্যে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর সঙ্গে টানা সংঘর্ষের মধ্যেই সেনাবাহিনী নতুন অগ্রগতি অর্জন করেছে। শনিবার (২২ নভেম্বর) সামরিক সূত্রকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ উম সামিমা এলাকায় ভারী সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রাদেশিক রাজধানী এল-ওবেইদের প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই অঞ্চল উত্তর ও পশ্চিম কর্দোফানকে সংযুক্ত করে। সেনাবাহিনী সেখানে ভারী ও হালকা অস্ত্রের হামলা চালিয়ে আরএসএফ বিদ্রোহীদের বিরুদ্ধে অগ্রসর হচ্ছে।
এছাড়া পশ্চিম কর্ডোফানের আল-খুয়াই অঞ্চলের পশ্চিম দিকেও সেনা ও মিত্র বাহিনী অগ্রযাত্রা অব্যাহত রেখেছে, যা এল-ওবেইদ শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে। গত মঙ্গলবার সুদানি সেনাবাহিনী কর্দোফান অঞ্চলের বিভিন্ন যুদ্ধফ্রন্টে গুরুত্বপূর্ণ সাফল্যের দাবি করে।
বিশ্লেষকদের মতে, এই অগ্রগতি আরএসএফ-নিয়ন্ত্রিত দারফুর অঞ্চলের দিকে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্যদিকে আরএসএফও দাবি করেছে যে তারা উত্তর কর্দোফানের জাবাল আবু সুনুন, জাবাল ইসা এবং আল-আইয়ারা এলাকায় সাফল্য অর্জন করেছে।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর আরএসএফ এল-ফাশার শহর দখল করে এবং স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী সেখানে বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালায়। বর্তমানে আরএসএফ পশ্চিম সুদানের দারফুরের পাঁচটি রাজ্য নিয়ন্ত্রণ নেয়, আর সেনাবাহিনী দক্ষিণ, উত্তর, পূর্ব ও কেন্দ্রীয় অঞ্চলসহ মোট ১৩টি রাজ্যের নিয়ন্ত্রণে রয়েছে, যার মধ্যে রাজধানী খার্তুমও অন্তর্ভুক্ত।
২০২৩ সালের ১৫ এপ্রিল শুরু হওয়া সুদানি সেনাবাহিনী ও আরএসএফের বিধ্বংসী যুদ্ধ এখনো চলছে। এই সংঘাত ইতোমধ্যে হাজারো মানুষের প্রাণ কেড়েছে এবং লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে, যা বিশ্বের ভয়াবহতম মানবিক সংকটগুলোর একটি হিসেবে পরিণত হয়েছে।

Comments are closed.